বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে সাত ঘণ্টারও বেশি সময় ধরে উড়ান পরিষেবা বন্ধ রইল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অবশেষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় শনিবার রাত ৯টার পর থেকে বিমান ওঠানামা চালু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৩৫ জন কর্মী। কীভাবে বিমানবন্দরের কার্গো ভিলেজে এত বড় আগুন লাগল, তার তদন্ত করতে ৬ সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচদিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে হবে।