আগামীকাল থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই ! আজ দুর্যোগের মাঝেই সুখবর হাওয়া অফিসের

আজ ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টির পরিমাণ বাড়বে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। কাল থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে কাল বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপ, বাড়বে বৃষ্টির পরিমাণ।
রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ।বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ।
কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি আর কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
সোমবারেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই।
কালীপুজো দীপাবলি এবং ভাইফোটা সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই।


Post a Comment

Previous Post Next Post