নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ! মাইকে সতর্কতা জারি, চালু করা হল কন্ট্রোলরুম, সম্ভাব্য দুর্যোগের আগে প্রস্তুত প্রশাসন


কলকাতা: উৎসবের আবহে নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার প্রভাবে এই জেলায় ভারী বৃষ্টি ও ঘন্টায় ৫০কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। সেই কারণে আজ সকাল থেকেই জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে।
সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে কাল সন্ধের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের পক্ষ থেকেও কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু করা হয়েছে এবং প্রতিটি ব্লকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সম্ভাব্য দুর্যোগের আগে জেলাজুড়ে  সতর্কতামূলক পদক্ষেপে প্রস্তুত  প্রশাসন।

Post a Comment

Previous Post Next Post