সরকারি হাসপাতালে রক্ত নিয়ে HIV সংক্রমণ পাঁচ শিশুর, গুরুতর অভিযোগ ঝাড়খণ্ডে


চিকিৎসায় গাফিলতি ও অবহেলার অভিযোগ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসার সরকারি হাসপাতালে বিরুদ্ধে। থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত নিতে এসে HIV সংক্রমিত হলো পাঁচ শিশু। ওই সরকারি হাসপাতালে রক্ত নেওয়ার পরই সাত বছর বয়সি থ্যালাসেমিয়া শিশু-সহ কমপক্ষে পাঁচ জনের রক্ত পরীক্ষায় HIV পজিটিভ ধরা পড়েছে। এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য বিভাগকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই রাঁচি থেকে একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিম তদন্ত শুরু করেছে।

শুক্রবার থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর পরিবার অভিযোগ করে যে চাইবাসা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে তাকে এইচআইভি সংক্রামিত রক্ত ​দেওয়া হয়েছে। এর পরেই বিষয়টি সামনে আসে। ওই একই সময়ে ওই হাসপাতালে রক্ত দেওয়া হয়েছে এমন শিশুদের রক্তপরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের পর, ঝাড়খণ্ড সরকার তদন্তের জন্য ডিরেক্টর অফ হেল্থ সার্ভিস ডাঃ দীনেশ কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম পাঠায়।

প্রাথমিক অনুসন্ধানে আরও ভয়াবহ পরিস্থিতির হদিশ মেলে। তদন্তে থ্যালাসেমিয়ায় আক্রান্ত আরও চার শিশুর রক্ত পরীক্ষার রিপোর্ট আসে এইচআইভি পজিটিভ। যার ফলে আক্রান্ত নাবালকের মোট সংখ্যা পাঁচে দাঁড়িয়েছে। সমস্ত শিশু একই হাসপাতালে নিয়মিত রক্ত নিত।

ডাঃ দীনেশ কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীদের দূষিত রক্ত দেওয়া হয়েছিল। তদন্তের সময় ব্লাড ব্যাঙ্কে কিছু অসঙ্গতি ধরা পড়েছে এবং দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্তের কারণে আপাতত চাইবাসা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে জরুরি অপারেশন মোডে রাখা হয়েছে এবং আগামী কয়েক দিনের জন্য সেখানে শুধুমাত্র গুরুতর রোগীদের চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে।

শিশুদের শরীরে কী ভাবে দূষিত রক্ত গেল তা খতিয়ে দেখছে মেডিক্যাল টিম। কুমারের নেতৃত্বে তদন্ত দলে রয়েছেন ডাঃ শিপ্রা দাস, ডাঃ এস এস পাসোয়ান, ডাঃ ভগত, জেলা সিভিল সার্জন ডাঃ সুশান্ত মাঝি, ডাঃ শিবচরণ হাঁসদা এবং ডাঃ মিনু কুমারী। প্রথম HIV পজিটিভ শিশু ব্লাড ব্যাঙ্কে আসার পর ২৫ ইউনিট রক্ত সেখান থেকে দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ সুশান্ত মাঝি বলেন, এক সপ্তাহ আগে শিশুটির এইচআইভি পজিটিভ ধরা পড়ে। শুধু রক্ত নয়, দূষিত সূচের সংস্পর্শ সহ অন্যান্য কারণেও এইচআইভি সংক্রমণ ঘটতে পারে।

উল্লেখ্য, বর্তমানে পশ্চিম সিংভূম জেলায় ৫১৫ জন এইচআইভি পজিটিভ এবং ৫৬ জন থ্যালাসেমিয়া রোগী রয়েছে।


Post a Comment

Previous Post Next Post