বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা পাকিস্তানের সেনাঘাঁটিতে! হত ৭ জওয়ান, ফের রক্তাক্ত আফগান সীমান্ত


আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির মাঝে ফের উত্তপ্ত পাকিস্তানের সীমান্ত। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজ়িরিস্তানে পাকিস্তানি সেনার একটি ঘাঁটিতে শুক্রবার আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে। অভিযোগ, ওই সেনাঘাঁটির দেওয়ালে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মারে জঙ্গিরা। সংবাদ সংস্থা রয়টার্স নিরাপত্তা সূত্র উল্লেখ করে জানিয়েছে, এই হামলায় অন্তত সাত জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তানের সেনা এখনও পর্যন্ত কারও মৃত্যুর কথা স্বীকার করেনি। সেনাঘাঁটিতে জঙ্গি হামলার কথা মেনে নিয়ে তাদের দাবি, সকল জঙ্গিকেই হত্যা করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক জঙ্গি বিস্ফোরকবোঝাই গাড়িটি চালাচ্ছিল। সরাসরি সেনাঘাঁটির দেওয়ালে ধাক্কা মারে সেই গাড়ি। বিস্ফোরণ হয়। এতে সাত জন জওয়ান মারা গিয়েছেন। আহত ১৩ জন। এই সময়েই অন্য তিন জন জঙ্গি সেনাঘাঁটিতে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের গুলি করে হত্যা করা হয়।

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি নিউজ় কোনও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। তারা জানিয়েছে, উত্তর ওয়াজ়িরিস্তানে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে একটি আত্মঘাতী জঙ্গি হামলার চেষ্টা হয়েছিল। বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে দেওয়ালে ধাক্কা দেওয়া হয়। আরও তিন জন জঙ্গি ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে। কিন্তু ‘‘নিরাপত্তারক্ষীদের তৎপরতায় জঙ্গিদের ঘাঁটির বাইরেই হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কোনও ক্ষতি হয়নি।’’ গত দু’দিনে আফগান তালিবানের ৮৮ জন জঙ্গি পাকিস্তানি সেনার হাতে নিহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের।

গত কয়েক দিন ধরে তালিবানশাসিত আফগানিস্তানের সঙ্গে সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষিত হয়েছিল। তা শুক্রবার শেষ হওয়ার কথা। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তালিবানকে তাদের বিরুদ্ধে লড়াইয়ে মদত দিচ্ছে ভারত। এই দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাক-আফগান দ্বন্দ্বের দিকে নজর রাখা হয়েছে। আফগানিস্তানের পাশেই দাঁড়িয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দেয়। তার পর প্রতিবেশীদের দোষারোপ করাও তাদের পুরনো স্বভাব। শুক্রবার সংঘর্ষবিরতি শেষ হলে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কি না, সে দিকে নজর রয়েছে।

Post a Comment

Previous Post Next Post