পদপিষ্টকাণ্ড: বিজয়ের সভায় ৪১ জনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


তামিলনাড়ুতে নেতা-অভিনেতা বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় সংস্থার তদন্তের উপর নজরদারি চালানোর একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, ওই কমিটির মাথায় থাকবেন সুপ্রিম কোর্টেরই প্রাক্তন বিচারপতি অজয় রস্তোগী।

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয় (যিনি থলপতি বিজয় নামেই সমধিক পরিচিত) এবং তাঁর দল তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর সভা ছিল। সেখানে পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই অকুস্থল ছেড়ে চলে যাওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছিলেন বিজয়। যদিও পরে তিনি দাবি করেছেন, ওই সময় তিনি ঘটনাস্থল না ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

গোটা ঘটনায় তামিলনাড়ুতে দায় ঠেলাঠেলির রাজনীতি শুরু হয়েছে। বিজয়ের দলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে সে রাজ্যের শাসকদল ডিএমকে। পাল্টা ডিএমকে প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অব্যবস্থার অভিযোগ তুলেছেন বিজয়। তাঁর দাবি, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, পুলিশের লাঠিচার্জ করা এবং পাথর ছোড়াছুড়ি শুরু হওয়ার কারণেই এই বিপর্যয়। যদিও এই অভিযোগ মানেনি পুলিশ। বরং পুলিশের তরফে দাবি করা হয়েছে, মাত্রাতিরিক্ত ভিড় এবং বিজয় অনেক দেরিতে সভাস্থলে আসার কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে।

পদপিষ্টের ঘটনায় সিবিআই বা কোনও ‘নিরপেক্ষ’ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুলে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজয়ের দল। সেখানেও বিজয়কে উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। যদিও এ বার শীর্ষ আদালতই সিবিআই তদন্তের নির্দেশ দিল।

Post a Comment

Previous Post Next Post