তুরস্কে চলছে আফগান-পাক শান্তি আলোচনা। এর মাঝেই ফের সংঘর্ষ বিরতিতে ছেদ দুই দেশের। ইসলামাবাদের সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানি সেনাবাহিনীর সুত্রে জানা গিয়েছে, শুক্রবার ও শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী দুর্গম কুর্রাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় সংঘর্ষ হয়। আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় ২৫ জন জঙ্গি নিহত হয় বলে জানানো হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, এই অনুপ্রবেশের চেষ্টা আসলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মোকাবেলায় আজগানিস্তানের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তুলে দিয়েছে। তালিবান সরকারের মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে কোনও মন্তব্য মন্তব্য করেনি বলে জানা গিয়েছে।