SIR নিয়ে চূড়ান্ত জল্পনার মাঝেই এবার CAA বা সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদনের আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে আসা হিন্দু শরনার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব CAA-তে আবেদনের পরামর্শ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু অধিকারী বলেন, "মমতা ব্যানার্জি ও তাঁর পুলিশ বলছে CAA-তে আবেদন করবেন না, সব বন্ধ হয়ে যাবে। এটা ঠিক কথা নয়। পহেলগাঁওয়ের ঘটনায় যে বিতান অধিকারী মারা গিয়েছিলেন, গুলি করে তাঁকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল, তাঁর স্ত্রীকে আমরা ১৫ দিনের মধ্যে স্থায়ী নাগরিকত্ব শংসাপত্র আনিয়ে দিতে পেরেছি।"
তাঁর কথায়, "একইভাবে এখনও পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষ CAA-তে আবেদন করেছেন। তাঁদের কারও চাকরি যায়নি, তাঁদের সামাজিক সুরক্ষার বিভিন্ন দিক, কেন্দ্র ও রাজ্যের ভাতাও বন্ধ হয়নি। তাঁদেরকে সমস্যাতেও পড়তে হয়নি।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরনার্থী হিন্দুদের কাছে বিরোধী দলনেতার গ্যারান্টি এবং আবেদন CAA-তে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আমি আপনাদের গ্যারান্টার থাকছি, কোনও সমস্যা হবে না।"