সাতসকালে ফের আ্যাকশন মোডে ED! আধাসেনা সঙ্গে নিয়ে কলকাতায় দুরন্ত অভিযান


মঙ্গলবার সকালেই ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাতসকালে কলকাতার বেলেঘাটা এলাকার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে এক ব্যবসায়ী পরিবারের বাড়িতে হানা দেয় ইডি-র আধিকারিকরা।

সূত্রের খবর, ওই বাড়িটি দুই নামী ব্যবসায়ী ভাই— বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরীর। তাঁরা পেশায় কাপড়ের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। তবে তাঁদের অন্য কোনো ব্যবসায়িক সংযোগ বা আর্থিক কার্যকলাপ সম্পর্কেও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।

সকালে প্রায় সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ইডির আধিকারিকরা। বাড়িতে প্রবেশের ক্ষেত্রে প্রথমে অল্প বাধার মুখে পড়েন তদন্তকারীরা। লোহার গেট বহুক্ষণ ধাক্কা দেওয়া হলেও তা খোলা হয়নি বলে সূত্রের দাবি। পরে নিরাপত্তারক্ষী এসে গেট খুলে দিলে ইডির আধিকারিকরা বাড়িতে ঢোকেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই অভিযানের সঙ্গে একটি আর্থিক লেনদেন বা কর ফাঁকি সংক্রান্ত মামলার যোগ থাকতে পারে। যদিও ঠিক কোন মামলার সূত্রে এই তল্লাশি চলছে, তা এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

এদিন ইডির আধিকারিকরা বাড়ির একাধিক ঘরে তল্লাশি চালান। গুরুত্বপূর্ণ নথিপত্র ও লেনদেন সম্পর্কিত ডকুমেন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। সংস্থার তরফে সন্দেহ করা হচ্ছে, এই পরিবারের আর্থিক লেনদেনে অনিয়ম বা অর্থ পাচারের সম্ভাবনা থাকতে পারে।

Post a Comment

Previous Post Next Post