দীর্ঘ রাজনৈতিক বিরতির পর ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়, দায়িত্ব পেলেন NKDA-র চেয়ারম্যান পদে


দীর্ঘ রাজনৈতিক বিরতির পর ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়, দায়িত্ব পেলেন NKDA-র চেয়ারম্যান পদে

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও নীরবতার অবসান ঘটিয়ে ফের সক্রিয় রাজনীতিতে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার রাজ্য সরকারের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (NKDA) চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে তাঁকে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত শোভনের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনায় সিলমোহর পড়ল।

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরে ছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকেই এই নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী ও শোভন দু’জনেই কলকাতায় ফিরে আসেন, আর তার পরদিনই প্রকাশিত হয় সরকারি বিজ্ঞপ্তি।

একসময় কলকাতার মেয়র হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়নমূলক ভাবনা এখনও দলের শীর্ষ নেতৃত্বের কাছে সমাদৃত। রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রী এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন। সেই কারণেই তাঁকে NKDA-র চেয়ারম্যান করা হয়েছে — যা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে একটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদায়ন শুধু প্রশাসনিক নয়, প্রতীকী দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে দীর্ঘদিনের সম্পর্ক ও বিশ্বাসের জায়গায় আবারও ফিরছেন শোভন। দলীয় মহলে অনেকে বলছেন, “এই নিয়োগের মাধ্যমে কার্যত শোভন চট্টোপাধ্যায়ের পুরনো ফর্মে ফেরার সূচনা হল।”

দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন শোভন। রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, দীপাবলির আগেই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরবেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল — দীপাবলির আগেই সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

👉 সংক্ষেপে:

পদ: NKDA-র চেয়ারম্যান

নিয়োগ: রাজ্য সরকারের তরফে আজ বিজ্ঞপ্তি জারি

পটভূমি: মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরে বৈঠকের পর সিদ্ধান্ত

রাজনৈতিক তাৎপর্য: শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক সূচনা


চলতি রাজনৈতিক আবহে এই পদক্ষেপ নিঃসন্দেহে তৃণমূল শিবিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post