রাজ্যে ৩ টি ধাপে হবে SIR, 'যদি কোনও ভোটার মনে করেন, তাঁর নাম সংযোজন হয়নি বা কোনও ভুল রয়েছে, সেক্ষেত্রে..'


কলকাতা: BLO-দের স্বস্তি দিতেও কড়া নির্বাচন কমিশন (Election Commission Of India)। দু দিনের নির্বাচন কমিশনের বৈঠকের পর বার্তা যে, যে কোনও দিন কিন্তু SIR ঘোষণা হয়ে যেতে পারে। কমিশনের কর্তারা মনে করছেন যে, অক্টোবারেও হয়ে যেতে পারে এই SIR এর ঘোষণা। এবং নভেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু শুরু হয়ে যেতে পারে SIR. এই প্রস্তুতি নিয়েই কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে।

BLO-দের স্বস্তি দিতেও কড়া নির্বাচন কমিশন

অন্যদিকে,  BLO-দের ক্ষেত্রে একটা স্বস্তির খবর হল, BLO -রা যারা শিক্ষকও রয়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রযোয্য যে, সেক্ষেত্রে তাঁরা কিন্তু SIR এরই কাজ করবেন। অন্য কাজ করবেন না।  অন্যদিকে, আরও একটি বিষয়, এই সময় নির্বাচন কমিশনের হাতেই সমস্ত নিয়ন্ত্রণ থাকছে। এই নিয়ন্ত্রণ থাকাকালীন কোনও কর্মী, যারা SIR এর সঙ্গে যুক্ত, বা কোনও আধিকারিককে বদলি করা যাবে না। এক্ষেত্রে নোটিফিকেশন খুব শীঘ্রই জারি হয়ে যাবে, এমনটাই কমিশন সূত্রে খবর।  

রাজ্যে তিন ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR

SIR শুরু হলে তিনটি ধাপে হবে। প্রথম ধাপে কিন্তু BLO রা বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন। এনুমারেশন  ফর্ম নিয়ে যাবেন। তথ্য জোগাড় করবেন। সমস্ত কিছু গণনা করা হবে। প্রথম ধাপে প্রায় ৩০-৩৫ দিন লাগতে পারে। তারপর একটি খসড়া তালিকা প্রকাশ পাবে। এবং খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর, যদি কোনও ভোটার মনে করেন যে, তার নাম ভিতরে সংযোজন করা হয়নি,  বা কোনও ভুল রয়েছে, বা রাজনৈতিক দলের তরফ থেকে আপত্তি তোলা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা দেখা হবে।  তারপর সমস্ত আপত্তি নিয়ে,  তৃতীয় ধাপে ERO সমস্ত বিষয় দেখবেন। সমস্ত যাচাই করার পর, পরবর্তীতে একসপ্তাহ পর, চূড়ান্ত ভোটার লিস্ট বের হবে। এই তিনটি ধাপে কিন্তু SIR হবে। 


Post a Comment

Previous Post Next Post