জাতি বিদ্বেষের শিকার! UK-তে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণ


ব্রিটেনে যৌন নির্যাতনের শিকার ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী। ওয়েস্ট মিডল্যান্ডসের ঘটনা। সেখানকার পুলিশের দাবি, জাতিগত বিদ্বেষের কারণেই এই ঘটনা। শনিবার স্থানীয় সময়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ওয়ালসালের পার্ক হল এলাকার রাস্তায় ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তরুণীর উপরে হামলা করেছিল এবং তাঁকে যৌন নির্যাতনও করা হয়। এই ঘটনায় তীব্র শোরগোল পড়েছে এবং সেখানকার মহিলাদের নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে।

পুলিশ জানায়, অভিযুক্ত একজন শ্বেতাঙ্গ। তার বয়স ৩০ বছরের বেশি। সিসিটিভি ক্যামেরায় তার যে ছবি ধরা পড়েছে সেই অনুযায়ী, তার ছোট চুল। হামলার সময়ে সে গাঢ় রংয়ের পোশাক পরেছিল। এই তদন্তের দায়িত্বে থাকা ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট রোনান টাইর জানিয়েছেন, অভিযুক্তকে পাকড়াও করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। ওই ব্যক্তিকে ঘটনার সময়ে সন্দেহজনক আচরণ করতে কেউ দেখেছেন কি না, তাও জানতে চেয়েছে পুলিশ।

এই ঘটনা জাতিগত বিদ্বেষের কারণ বলেই প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। অন্য কোনও অপরাধমূলক ঘটনায় সঙ্গে যে তা সম্পর্কযুক্ত নয়, তাও নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই ভারতীয় বংশোদ্ভূত তরুণী পাঞ্জাবি পরিবারের সদস্য। গত মাসেই স্থানীয় এলাকায় একটি ব্রিটিশ শিখ মহিলাকেও একই রকম ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে দাবি স্থানীয়দের। ওয়েস্ট মিডল্যান্ডসে এই ধরনের ঘটনা একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, তেমনই সুরক্ষা নিয়ে উদ্বেগে ফেলছে স্থানীয় মানুষদের।

Post a Comment

Previous Post Next Post