জ্যোতিপ্রিয়কে ঘুষি, সল্টলেক থেকে গ্রেপ্তার যুবক, কী উদ্দেশ্য ছিল তাঁর?


রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলার অভিযোগ। রবিবার সন্ধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ির সামনেই ঘটনাটি ঘটে। বাড়ির সামনেই আচমকা প্রাক্তন মন্ত্রীর উপর আক্রমণ করেন এক যুবক। জ্যোতিপ্রিয়ের মুখে ঘুষি মারেন ওই যুবক। মাটিতে লুটিয়ে পড়েন জ্যোতিপ্রিয়। আশেপাশে থাকা তৃণমূল কর্মীরা এসে যুবককে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম অভিষেক দাস ওরফে পাপান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এ দিন হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এর পরে সল্টলেকের বাড়ি লাগোয়া অফিসে যখন তিনি ঢোকেন, তখনই আচমকা ওই যুবক এসে প্রাক্তন মন্ত্রীর উপরে হামলা চালায়। চিৎকার শুনে তৃণমূল কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটকান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেপ্তার করে। সূত্রের খবর, হামলাকারী এতটাই বেপরোয়া ছিলেন যে, একাধিক কর্মী মিলেও তাঁকে কাবু করতে হিমশিম খেতে হয়। প্রাথমিক ভাবে মুখে আঘাত পেলেও জ্যোতিপ্রিয় মল্লিক এখন শারীরিক ভাবে স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post