প্রতি নির্বাচনের আগে দলের কর্মীদের চাঙ্গা করার কথা মনে পড়ে বাংলার বিজেপির নেতাদের। ২০২৬ বিধানসভা নির্বাচনের এখনও ঢাকে কাঠি পড়েনি। রাজ্যের এখানে ওখানে ঘুরে দলীয় কর্মীদের চাঙ্গা করতে নানা রকম বক্তব্য পেশ করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এবার ২০২৬-এ পরিবর্তনের ফাঁকা আওয়াজ কোচবিহারের (Coochbihar) চ্যাংড়াবান্ধা থেকে দিলেন তিনি। কার্যত সেই আওয়াজ যে ব্যর্থ হবে তা দাবি করল শাসকদল তৃণমূল কংগ্রেস।
কোচবিহারের জনসভা থেকে ২০২৬-এর নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের বার্তা দেন শুভেন্দু। তিনি দাবি করেন, এক একটা বুথ এক একটা ফুল। আমরা মালা গাঁথব। বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন (change) ২০১১-তে হয়নি। আসল পরিবর্তন ২০২৬-এ হবে।
সেখানেই শুভেন্দু অধিকারী কতটা ভ্রান্ত মত পেশ করছেন, তা স্পষ্ট করে দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, শুভেন্দু (Suvendu Adhikary) ফ্লপ জ্যোতিষী (astrologer)। উনি বলেছিলেন ২১-এ বলেছিলেন পরিবর্তন হবে। হয়নি। ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী। তখন বললেন ২৩-এ পঞ্চায়েত নির্বাচনে (panchayat election) আমরা সব দখল করব। পারেননি। একটা জেলা পরিষদেও বিজেপি নেই। সব তৃণমূলের। এরপর বললেন ২৪-এ সাংসদ বাড়বে। বাড়েনি। বিজেপি কমে গেছে। তৃণমূল বেড়ে গেছে। এবার আবার ২৬ বলছে। লিখে রেখে দিন। বিজেপি কুৎসিতভাবে হারবে। আগের থেকে আসন (seat) কমে যাবে এবং তৃণমূল ২৫০-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।