সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড, গুরুতর আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর


বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে দুর্ঘটনা, আগুনে পুড়ে গুরুতর আহত কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডুর (Sanjay Kundu)। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার (Bankura) বিষ্ণুপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জি পাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, ঘরে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সঞ্জয় তাঁর শাশুড়ির অনুরোধে পুরনোটি পরিবর্তন করে নতুন সিলিন্ডার লাগানোর সময় আচমকা গ্যাস বেরতে থাকে। দ্রুত গোটা ঘর গ্যাসে ভরে যায়। যদিও বাড়ির কর্তা জগন্নাথ পাল এবং সাব ইন্সপেক্টর জামাই বিষয়টি বুঝতে পারেননি। এরপর ওভেন জ্বালাতে গেলেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা রান্নাঘর। চিৎকারে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা।খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা ও দমকলে। বেশ খানিকক্ষণের প্রচেষ্টায় একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় তিন জনকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন প্রত্যেকেরই অবস্থা গুরুতর। কারোর দেহের ৬০ শতাংশ তো কারোর ৮০ শতাংশ পুড়ে গেছে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে পৌঁছে যায় বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর। সব রকম ভাবে আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

Post a Comment

Previous Post Next Post