বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলে কামব্যাক শোভনের, দিলেন বিরাট প্রতিশ্রুতি


জল্পনা ছিলই। অবশেষে বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলে কামব্যাক শোভন চট্টোপাধ্যায়ের। 'রাস্তায় নেমে আন্দোলনের জন্য সামিল হলাম' মন্তব্য শোভনের। পাশাপাশি তিনি বলেন, 'দায়িত্ব পেয়ে কোন ত্রুটি রাখব না। আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস'। এরপরই রয়েছে কালীঘাটে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক। এদিন শোভন চট্টোপাধ্যায় দলে ফিরতেই শুরু হয়েছে জোর জল্পনা। বিধানসভা নির্বাচনে তবে কী প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র?

Post a Comment

Previous Post Next Post