ভোটার তালিকায় নেই খোদ তৃণমূল কাউন্সিলরের নাম! বারুইপুরে নতুন বিতর্কে তোলপাড়


এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বড়সড় বিতর্ক বারুইপুরে। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্রের। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার রাজনৈতিক মহলে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া, তার ঠিক আগে এমন ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনিক প্রস্তুতি ও তালিকার নির্ভুলতা নিয়ে।

তাপস ভদ্র বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে তিনি থাকেন ২ নম্বর ওয়ার্ডে। ভোটার তালিকা যাচাইয়ের সময় নিজের নাম না পেয়ে হতবাক হয়ে যান তিনি। তাঁর বক্তব্য, “আমি বহু বছর ধরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসেবে কাজ করছি। কিন্তু নতুন ভোটার তালিকায় আমারই নাম নেই! এটা অত্যন্ত অস্বাভাবিক ও সন্দেহজনক।”

তিনি অভিযোগ করেন, “আমি এই বিষয়ে ইতিমধ্যেই বারুইপুর বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। শুধু আমার নামই নয়, ২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ জন ভোটারের নামও তালিকায় নেই। এটা কোনো সাধারণ ভুল নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত থাকতে পারে।”

তাপস ভদ্রের দাবি, এটি ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, “আমি যদি কাউন্সিলর হয়েও ভোটার তালিকায় না থাকি, তাহলে সাধারণ মানুষ কাদের ভরসা করবে?”

Post a Comment

Previous Post Next Post