দিঘার জগন্নাথ মন্দিরে বাড়ল নিরাপত্তা, ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ সুপার


দিঘায় বাড়ছে পর্যটকদের ভিড়। এখন দিঘার সমুদ্রের পাশাপাশি বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির। সেখানে এ বার নিরাপত্তা আরও বৃদ্ধি করা হল। বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যা

লালকেল্লার সামনে বিস্ফোরণের পর দেশজুড়ে কড়া সতর্কতা জারি হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বাংলা এবং ওডিশা সীমান্ত এলাকাতেও তা বাড়ানো হয়েছে। ওডিশার সীমান্তে চলছে নাকা চেকিং। সেই সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরেও বাড়ানো হল কড়া নজরদারি।

বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ কর্তারা সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। মন্দিরের প্রবেশপথগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। সেই সঙ্গেই সমস্ত সিসিটিভি ক্যামেরা এবং পরিষেবা ঠিকঠাক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়।

পাশাপাশি দিঘা সৈকতেও বাড়ানো হয়েছে নজদারি।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাটো করা হয়েছে। পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাকেও কড়া করা হয়েছে। বাংলা-ওডিশা সীমান্তে ২৪ ঘন্টা নাকা চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গেই দিঘা জুড়ে পুলিশি টহল চলছে। কোনও কিছু সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে।


Post a Comment

Previous Post Next Post