বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূলের দাপুটে নেতা


প্রয়াত হলেন হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচবার সাঁকরাইল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথমবার কংগ্রেসের টিকিটে জয়ী হন শীতলবাবু, পরে চারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মাত্র ৩০ জন প্রার্থী জয়লাভ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শীতল সর্দার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হলেও ২০২১ সালের নির্বাচনে দল তাঁকে টিকিট না দেওয়ায় বিজেপিতে যোগ দেন তিনি। যদিও বিজেপি-ও সেবার তাঁকে প্রার্থী করেনি। বছর দুয়েক আগে আবার তৃণমূলে ফিরে আসেন এই তফসিলি জাতির বর্ষীয়ান নেতা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

Previous Post Next Post