দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর এবার প্রতিশোধের আগুন বুকে নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে রবিবার। ঘাড়ে চোটের কারণে শুভমান গিল এই সিরিজে খেলতে পারছেন না। তাঁর জায়গায় দলের নেতৃত্বে উইকেটকিপার-ব্যাটসম্যান কেএল রাহুল। প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
ইনিংস ওপেন করবেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিতের ওপেনিং পার্টনার কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিযোগিতায় রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল। দু’জনের মধ্যে এক জনই রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন। তিন নম্বরে স্বাভাবিক ভাবেই দেখা যাবে বিরাট কোহলিকে।
ওয়ানডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে সিরিজের বাইরে। তাঁর চার নম্বর স্থানে সুযোগ পেতে পারেন তিলক ভার্মা অথবা ঋষভ পন্থ। পাঁচ নম্বরে ক্যাপ্টেন কেএল রাহুল। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন নীতীশ কুমার রেড্ডি।
রাঁচির পিচ সাধারণত স্পিনারদের পক্ষে বেশ সুবিধাজনক। তাই দল তিন স্পিনার নিয়ে নামতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার সঙ্গে স্পিনার হিসেবে দলে থাকতে পারেন কুলদীপ যাদব। পেসারের মধ্যে দলে থাকার সম্ভাবনা আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। নীতীশ রেড্ডিকে যোগ করলে ভারতের কাছে মোট ছয়টি বোলিং অপশন থাকবে।