অভিনেতা - অভিনেত্রীর অভিযোগ, পথকুকুরদের খাওয়াতে গিয়ে এলাকার মানুষের হাতে নিগৃহীত হয়েছেন তাঁরা। শুধু তাই নয়, বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে থাকা সঙ্গীরাও। অভিযোগকারী অভিনেত্রী সায়ন্তনী মল্লিক একটি ভিডিও-এ শেয়ার করেছেন। সেখানে ঘাড়ধাক্কা দিতে দেখা গেছে এক ব্যক্তিকে। অভিনেত্রী-দম্পতির দাবি শুক্রবার রাতে, রাজডাঙার গোল্ডপার্ক এলাকায়, পথকুকুরদের খাওয়াতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেইসময়ই স্থানীয় একটি ক্লাব থেকে তেড়ে আসেন কয়েকজন ব্যক্তি। পথ কুকুর খাওয়ানো নিয়ে শুরু হয় দুই পক্ষের বচসা। অভিযোগ, কথা কাটাকাটি হতে হতে তাদেরকে ঘিরে ধরে মারধর শুরু করেন তাঁরা। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালীও ছিল বলে অভিযোগ।
ইতিমধ্যেই এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। MR বাঙুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে 'আক্রান্ত' অভিনেতা দম্পতিকে। এ প্রসঙ্গে পুলিশের দাবি, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে। যদিও, যাদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।