‘রাত জাগা শহরে’ রাতেও রাস্তা পরিষ্কার পুরসভার


ভোরে বাঁশি বাজিয়ে বর্জ্য তুলতে আসেন সাফাইকর্মীরা। কিন্তু অনেকেই সেই বাঁশির আওয়াজে বর্জ্যের বালতি নিয়ে বের হন না। রাতেই বর্জ্য প্লাস্টিকে ভরে নীচে রেখে যান। সেই প্লাস্টিক কুকুর-বিড়ালে টানাটানি করে রাস্তা নোংরা করে। সমস্যা সমাধানে এ বার তাই রাতেও শহর পরিষ্কারে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। সেই সঙ্গে পুরসভার দাবি, শহরের একটা বড় অংশের বাসিন্দা এখন গভীর রাত পর্যন্ত জাগেন। তাই ভোরে উঠে ময়লা ফেলার জন্য ঘুম থেকে উঠতে পারেন না।
শুক্রবার মেয়র জানান, আগের তুলনায় এখন রাতে শহর বেশি অপরিচ্ছন্ন হচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত যেখানে-সেখানে পড়ে থাকছে বর্জ্য। সাফাইকর্মীরা সকালে পাড়ায় গিয়ে বাঁশি, গান বাজালেও ঘুম ভাঙছে না বাসিন্দাদের। মানুষের ঘুমের অভ্যাসের বদল হওয়ায় শহরকে পরিষ্কার রাখাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, 'এই কারণে পুরসভা রাতে শহরকে

Post a Comment

Previous Post Next Post