সাতসকালে গুলি চলল কলকাতার হরিদেবপুরে। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুই যুবক বাইক চালিয়ে এসে পিছন দিক থেকে ওই মহিলাকে গুলি করে পালিয়ে যান। মহিলার পিঠে গুলি লাগে। প্রথমে আক্রান্ত মহিলাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম মৌসুমি হালদার। ৩৮ বছর বয়সি ওই মহিলা এলাকারই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে হরিদেবপুরের কালীপদ মুখার্জী রোডে বাইকে চেপে এসে দুই যুবক ওই মহিলাকে পিছন দিক থেকে গুলি করেন। পিঠে গুলি লাগার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন মৌসুমি। স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের সদস্যেরা মৌসুমিকে হাসপাতালে ভর্তি করান।
কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। পুরনো শত্রুতার জেরেই মৌসুমির উপর গুলি চালানো হল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে যুবক গুলি চালিয়েছেন, সেই যুবক ওই মহিলার পূর্বপরিচিত। সম্পর্কের টানাপড়েন থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। তবে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় বাবলু ঘোষ নামের বছর ত্রিশের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনার কয়েক দিন আগেই, গত ২৭ অক্টোবর যাদবপুরের বিজয়গড়ে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে যুবতীর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। তবে যুবতীর গায়ে গুলি লাগেনি। পুলিশ সূত্রে জানা যায়, একসময় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক পরে ভেঙে যায়। অভিযোগ, তার পর থেকেই প্রাক্তন প্রেমিকাকে নানা ভাবে উত্ত্যক্ত করতেন অভিযুক্ত।