অপারেশন সিঁদুর নিয়ে ফের মুখ খুললেন ভারতের স্থলসেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জানালেন, সিঁদুর অভিযানের মাধ্যমেই পাকিস্তানকে দেখিয়ে দেওয়া হয়েছে যে, ভারত তাদের মতো নয়। পাকিস্তান যে কাজ করে থাকে, ভারত তা করেনি। কী ভাবে? তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।
শনিবার মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জেনারেল দ্বিবেদী। তিনি নিজে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। সেখানে জমায়েতে ভাষণ দিতে গিয়ে গত মে মাসে পাকিস্তানে ভারতের সেনা অভিযান অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টানেন। সেনাপ্রধান জানান, পাকিস্তানের কোনও সাধারণ নাগরিক বা প্রতিরক্ষা পরিকাঠামোকে নিশানা করা হয়নি। কেবল জঙ্গিদের ঘাঁটিই ছিল ভারতীয় সেনার আক্রমণের লক্ষ্য। কোনও নাগরিকের গায়ে যাতে হামলার আঁচ না লাগে, তা নিশ্চিত করা হয়েছে। এখানেই পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনার তফাৎ, দাবি তাঁর। এমনকি, নমাজ পড়ার সময় বা যে কোনও রকম প্রার্থনার সময় যাতে হামলা না চালানো হয়, সে দিকেও খেয়াল রাখা হয়েছিল।
জেনারেল দ্বিবেদী বলেন, ‘‘নীতি এবং প্রযুক্তির সম্মিলিত শক্তি দিয়ে আমরা লড়াই করেছি। তাই অপারেশন সিঁদুর সফল হয়েছে। পাকিস্তানের কোনও নিরীহ সাধারণ নাগরিক যাতে আমাদের হামলায় ক্ষতিগ্রস্ত না-হন, তা নিশ্চিত করেছি। কেবল জঙ্গি এবং তাদের মাথারা আমাদের নিশানায় ছিল।’’ দেশগঠনের কাজে সকল ভারতীয়কে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জেনারেল দ্বিবেদী।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালানো হয়। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। একেই অপারেশন সিঁদুর পরে চিহ্নিত করে ভারত সরকার। ওই অভিযানের পর ভারত এবং পাকিস্তান সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। টানা চার দিন সেই সংঘাত চলেছে। পরে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। এর পর থেকে একাধিক বার সিঁদুর অভিযানের পরিকল্পনা, প্রয়োগের খুঁটিনাটি নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছেন সেনাকর্তারা। এ বার জেনারেল দ্বিবেদী ওই অভিযানের কথা উল্লেখ করেই ভারত ও পাকিস্তানের ‘পার্থক্য’ বোঝালেন।