SIR নিয়ে রাজপথে নামছেন মমতা-অভিষেক, মঙ্গলবার কলকাতায় মিছিল


খাতায় কলমে SIR প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। আর ঠিক সেই দিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস। রাজপথে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ নভেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টায় রেড রোডে, বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে। জোড়াসাঁকো পর্যন্ত যাবে মিছিল। ঠিক যে দিন, বাড়ি বাড়ি গিয়ে BLO-রা এনিউমারেশন ফর্ম ফিল-আপ শুরু করবেন, সে দিনই SIR নিয়ে পথে নামছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ -সহ আন্দামান ও নিকোবর, ছত্তিসগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে SIR-এর দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে বাংলায় SIR প্রক্রিয়া। আপাতত BLO-দের প্রশিক্ষণ চলছে।

আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম ফিল-আপ পর্ব শুরু করবেন BLO-রা। এই পর্বই আসল। প্রত্যেক ভোটারকে এই ফর্ম ফিল-আপ করতে হবে। ২০০২ সালের SIR-এ নাম না থাকলে দেখাতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১১টি নথির যে কোনও একটি। এর উপরেই ঠিক হবে খসড়া ভোটার তালিকা এবং পরবর্তীকে চূড়ান্ত ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকায় কারও নাম না থাকলে, তাঁর ভোটাধিকারও থাকবে না। তৃণমূলের সাফ বক্তব্য, একজনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না পড়ে। তা হলে প্রতিবাদের আঁচ পৌঁছবে দিল্লি পর্যন্ত।

Post a Comment

Previous Post Next Post