২০২২ সালের পর ২০২৫, আবার চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন অভিনেত্রী রূপা দত্ত !


কলকাতা : ২০২২ সালের পর ফের ২০২৫। আবার চুরির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন অভিনেত্রী। এবার বড়বাজারের এক সোনার দোকান থেকে গয়না ও নগদ টাকা চুরির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। নাম রূপা দত্ত। ধৃত অভিনেত্রীর বাড়ি কালীঘাটে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৬ ভরিরও ওপর সোনা।

পুলিশ সূত্রে খবর, বড়বাজারের এক সোনার দোকানে এক মহিলার ব্যাগ থেকে সোনা ও নগদ টাকা মিসিং হওয়ার অভিযোগ আসে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে প্রাক্তন এই অভিনেত্রী রূপা দত্তকে চিহ্ণিত করে পুলিশ। এরপর, গতকাল তাঁকে পাকড়াও করা হয়। এর আগে, ২০২২ সালের বইমেলায়, পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলিউডের অভিনেত্রী রূপা দত্ত। সেবার, তাঁর কাছ থেকে ৬৫ হাজারেরও বেশি টাকা উদ্ধার হয়েছিল বলে দাবি পুলিশের।

এর আগে ২০২২ সালে পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা চত্বর থেকে পাকড়াও করা হয়েছিল তাঁকে। আদালতে এই ঘটনায় পুলিশি তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। আদালত সূত্রে জানা যায়, পুলিশের সিজার লিস্টে সাক্ষী হিসেবে ২ জনের নাম। যাঁরা ছিলেন বিধাননগর উত্তর থানার এক মহিলা কনস্টেবল ও ঘটনার সময় মেলায় উপস্থিত এক মহিলা। বিধাননগর মহকুমা আদালত সূত্রে জানা যায়, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু গঙ্গোপাধ্যায় পুলিশের উদ্দেশে প্রশ্ন করেন, মহিলা সাক্ষীর গোপন জবানবন্দির আবেদন কেন করা হয়নি ? 

আদালতে সেই সময় শুনানি চলাকালীনই কান্নায় ভেঙে পড়েন রূপা দত্ত। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত অভিনত্রী জানান, মেলায় ঠান্ডা পানীয় খেয়ে তিনি ডাস্টবিনে বোতল ফেলতে গেছিলেন।  তখন ডাস্টবিনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তুলে নেন। সেই সময় কিছু লোক তাঁকে ঘিরে ধরে। তারপরই গ্রেফতার করে পুলিশ। একথা শুনে বিচারক অভিনেত্রীকে প্রশ্ন করেন, এত বড় বড় জায়গায় অভিনয় করেছেন, অথচ ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ তুলে নিলেন ? তদন্তকারী অফিসার জানান, ওই মহিলা পরপর পার্স চুরি করছিলেন। পরে সুযোগ বুঝে তা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেই ডাস্টবিনে ফেলে দেন। তখনই অভিনেত্রীর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, এত জনের পার্স খোয়া গিয়ে থাকলে কেউ অভিযোগ করলেন না কেন? এরপর অভিনেত্রীর ব্যাগ কেন সিজ করা হয়নি, সেই প্রশ্নের মুখে পড়ে পুলিশ। 




Post a Comment

Previous Post Next Post