সিঙ্গুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র-ভোজালিসহ চার দুষ্কৃতী গ্রেপ্তার



সিঙ্গুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র-ভোজালিসহ চার দুষ্কৃতী গ্রেপ্তার


শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ চার দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। ধৃতদের সকলেই বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে সিঙ্গুর থানার নাইট আরটি অফিসার এসআই দীপক কান্তি দত্ত নেতৃত্বাধীন টহলদারি দল নসিবপুর পাম্প সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিল। সেই সময় একটি মারুতি ওমনি গাড়ি (নম্বর WB52P 4806) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ সেটিকে আটকায়। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি দেশি পাইপগান, দুই রাউন্ড গুলি এবং একটি লোহার ভোজালি।

গ্রেপ্তার চার দুষ্কৃতীর নাম—রাজ কুমার মাহাতো (৪৮), বিশাল কুমার (১৯), গুলশন কুমার (২৫) এবং রাকেশ কুমার (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ডাকাতির উদ্দেশ্যেই ওই এলাকায় জড়ো হয়েছিল তারা। আরও জানতে পারা যায়, উপেন্দ্র যাদব নামে তাঁদের আরও এক সঙ্গী পুলিশের তাড়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সে-ও নওয়াদা জেলার বাসিন্দা।

ঘটনার পর সিঙ্গুর থানায় নির্দিষ্ট ধারায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে চারজনের বিরুদ্ধে। আজই ধৃতদের চন্দননগর এসিজেএম আদালতে পেশ করা হবে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি পুরো চক্রটি সম্পর্কে তথ্য জানতে ৭ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। সিঙ্গুরের সাধারণ মানুষ প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
বোর রিপোর্ট খবর বাংলা সংবাদ

Post a Comment

Previous Post Next Post