শীত এসে গিয়েছে, পর্যটকদের মাইথনে আসাও শুরু হয়ে গিয়েছে। তাঁদের কাছে অন্যতম আকর্ষণ ডিয়ার পার্ক। সেই আকর্ষণ শেষ হতে চলেছে। কিছু দিনের মধ্যেই এই পার্কের প্রায় ২০০টি হরিণকে ঝাড়খণ্ডের হাজারিবাগ ফরেস্ট রেঞ্জের পালামৌ পার্কে পাঠিয়ে দেবে ডিভিসি। শূন্য হয়ে যাবে ডিয়ার পার্ক। পর্যটকরা গিয়ে সেখানে আর হরিণের দেখা পাবেন না।
ডিভিসির মাইথনের ডেপুটি জেনারেল ম্যানেজার সুখময় নায়ক বৃহস্পতিবার বলেন, ‘ডিভিসির কাজ বিদ্যুৎ উৎপাদন করা। ডিয়ার পার্ক সংরক্ষণ করা নয়। এ ছাড়া বন্যপ্রাণ আইনেও কিছু নিয়ম–কানুন রয়েছে, যে কারণে হাজারিবাগের বন দপ্তরের হাতে হরিণগুলিকে তুলে দেওয়া হচ্ছে।’ সূত্রের খবর, ঝাড়খণ্ডের বন দপ্তর অনেক আগেই ডিভিসি কর্তৃপক্ষকে বলেছিল, এ ভাবে হরিণ রাখা বৈধ নয়।
আগামী তিন মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। হরিণগুলিকে মাইথনের জলাধার সংলগ্ন পার্ক থেকে নিয়ে যাওয়ার জন্য ডিয়ার পার্ক থেকে জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৫ ফুট চওড়া একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। বড়দিন এবং নববর্ষ উপলক্ষে মাইথনে যখন বিভিন্ন সাজসজ্জার প্রস্তুতি চলছে পর্যটকদের জন্য, তখন এখানকার অন্যতম আকর্ষণ ডিয়ার পার্ক বন্ধ করার সক্রিয় উদ্যোগ চলছে।