ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব প্যাটি বিক্রেতাদের (Patty Vendors) উপর বর্বরোচিত হামলা চালালেন সেই বীরপূঙ্গবদের সংবর্ধনা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। লজ্জা! ধিক্কার! তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।
রবিবার অনুষ্ঠানেক দিন ব্রিগেডে চিকেন প্যাটি বিক্রি করছিলেন দুই বিক্রেতা। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অন্যজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। অভিযোগ, গীতাপাঠের অনুষ্ঠানে শামিল হওয়া কয়েকজন যুবক তাঁদের হেনস্থা করেন। প্যাটি ফেলে দেওয়া হয়। মারধর করারও অভিযোগ ওঠে। কান ধরে ওঠবোসও করানো হয়। যাঁরা প্যাটি বিক্রেতাদের হেনস্থা করলেন তাঁদেরই সংবর্ধনা দেন রাজ্যের বিরোধী দলনেতা।
সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে তৃণমূল (TMC) জানিয়েছে, “ব্রিগেডের অনুষ্ঠানে যারা গরিব প্যাটি বিক্রেতার উপর বর্বরোচিত হামলা চালাল, সেই দুষ্কৃতীদের সংবর্ধনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
অপরাধীদের পাশে দাঁড়ানোই কি তাঁর তথাকথিত ‘হিন্দু ধর্ম’?
আসলে গুন্ডামি আর হিংসাকে প্রশ্রয় দেওয়াই বিজেপির আসল সংস্কৃতি। গরিব মানুষের পেটে লাথি মারা আর সমাজবিরোধীদের উৎসাহিত করে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন বিজেপি কতটা জনবিদ্বেষী। ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করার এই ঘৃণ্য রাজনীতিকে ধিক্কার জানাই।”