ভয়ঙ্কর গৃহযুদ্ধে কাঁপছে পাকিস্তান, রিজওয়ানকে চরম হুমকি আফ্রিদির


ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫-২৬ বিগ ব্যাশ লিগ। বেশ কয়েকটি ম্য়াচে মাঠের মধ্যে হাওয়া বেশ গরম হয়ে উঠেছে। আর সেই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের (Pakistan Cricket) ২ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি এবং তাঁরই জাতীয় ক্রিকেট দলের সতীর্থ মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। আপাতত তাঁরা একে অপরের প্রতিপক্ষ। কারণ, সোমবার অর্থাৎ ১৫ ডিসেম্বর মাঠে নামছে ব্রিসবেন হিট এবং মেলবোর্ন রেনেগেডস। 

প্রসঙ্গত, এই টুর্নামেন্টে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে, মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রতিনিধিত্ব করছেন মহম্মদ রিজওয়ান।

রিজওয়ানকে চরম হুমকি দিলেন শাহিন আফ্রিদি
হিট বনাম রেনেগেডস লড়াইয়ের আগে মহম্মদ রিজওয়ানকে চরম হুমকি দিলেন শাহিন শাহ আফ্রিদি। ফক্স ক্রিকেটে একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন আফ্রিদি। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক আফ্রিদিকে বলেন, মহম্মদ রিজওয়ান নাকি খুল্লমখুল্লা চ্যালেঞ্জ ছুড়েছেন, ২৫ বছর বয়সি এই পাক পেসারকে তিনি স্টেডিয়ামের বাইরে ছক্কা হাঁকাবেন। এই কথা শুনে কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন আফ্রিদি। তিনি পালটা বলেন, 'রিজওয়ানকে আমি কখনই সেই সুযোগ দেব না।' এরপর হেসেও ফেলেন তিনি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির মধ্যে যে একটা ছোটখাট ঝামেলা হয়েছিল, সেকথা কারোর অজানা নয়। উল্লেখ্য, টম লাথামকে একটি বাজে ডেলিভারি করার জন্য রিজওয়ানের কাছে রীতিমতো বকা খেতে হয়েছিল শাহিন আফ্রিদিকে। এই বলে লাথাম একটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন।

এমন বোলিং দেখে রিজওয়ান আর নিজের মাথা ঠান্ডা রাখতে পারেননি। উইকেটের পিছন থেকেই তিনি আফ্রিদিকে রীতিমতো বকা দেন। যদিও এই ঘটনাগুলো খেলারই এক একটা অংশ। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, এতে নাকি টিম বন্ডিং ভাল হয়। একথা আলাদা করে বলার দরকার নেই, আফ্রিদি এবং রিজওয়ানের মধ্যে সম্পর্ক যথেষ্টই ভাল।

Post a Comment

Previous Post Next Post