জেলা সফরে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসাদের। রাজ্যের বাইরে আক্রান্ত দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিনি যাবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি SIR আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এদিন ইটাহারে একটি রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।