২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) বাংলাদেশ ম্য়াচ নিয়ে ইতিমধ্যে বিতর্ক অব্যাহত। আসন্ন IPL টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কড়া অবস্থান গ্রহণ করেছে। তারা স্পষ্ট জানিয়েছে, ভারতের মাটিতে তারা আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলবে না। প্রসঙ্গত, ২০২৬ টি-২০ বিশ্বকাপের আসর ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল, তাদের যাবতীয় ম্য়াচ যেন শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়। আপাতত মনে হচ্ছে, বাংলাদেশের এই দাবি পূরণ হবে না। আইসিসি একটি নতুন প্ল্যান তৈরি করেছে।
জোর ধাক্কা খেল বাংলাদেশ দল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসি-র কাছে ২ বার মেইল করেছিল। সেখানে দাবি করা হয়েছিল, ভারতে আয়োজিত বাংলাদেশ ম্যাচগুলোর ভেন্যু যেন বদলে দেওয়া হয়। সম্প্রতি, ক্রিকবাজে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভেন্যু বদলের যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল, সেটা ICC খতিয়ে পর্যালোচনা করেছে। শোনা যাচ্ছে, কলকাতা এবং মুম্বইয়ের পরিবর্তে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে বাংলাদেশের বিশ্বকাপ ম্য়াচ আয়োজন করা হতে পারে।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে ICC এবং BCCI-কে ইঙ্গিত দিয়েছে, লিগ পর্বে বাংলাদেশের ম্য়াচগুলো চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজন করা যেতে পারে। যদিও TNCA এবং KCA এখনও পর্যন্ত এই ব্যাপারে আইসিসি-র সঙ্গে কোনও কথা বলেনি। সূত্রের খবর, বাংলাদেশের ক্রিকেট ম্য়াচ আয়োজন করতে তারা একেবারে প্রস্তুত।
কবে-কোথায় খেলবে বাংলাদেশ ক্রিকেট দল?
২০২৬ টি-২০ বিশ্বকাপের সূচি এখনও পর্যন্ত পরিবর্তন করা হয়নি। বর্তমান সূচি অনুসারে, টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশ তাদের প্রথম তিনটে ম্য়াচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে। আর বাকি একটি ম্য়াচ খেলতে হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ, ৯ ফেব্রুয়ারি ইটালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্য়াচটি আগামী ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে আয়োজন করা হবে। যদি আইসিসি একান্তই বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করে, তাহলে টাইগারবাহিনীকে তিরুবনন্তপুরমে তিনটে এবং চেন্নাইয়ে একটি ম্য়াচ আয়োজন করা হবে। কারণ পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, চেন্নাই ৭ ম্য়াচের আয়োজন করবে।