বিধানসভা ভোট দোরগোড়ায়। তার আগেই রাজনৈতিক মহলে বড়সড় বিস্ফোরণ ঘটালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুধু নতুন দল গড়ে লড়াই করাই নয়, এবার সরাসরি নিজেকে রাজ্যের পরবর্তী 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসেবে ঘোষণা করলেন তিনি। তাঁর সাফ কথা, মানুষ ভরসা করে ১০০টি আসন দিলে তিনি কেন অন্য কাউকে কুর্সি ছাড়বেন?
'নীতিশ মডেল' মুর্শিদাবাদে?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বিহারের রাজনীতির উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, "বিহারে নীতিশ কুমার কম আসন পেলেও বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে। আমি যখন ১০১টি আসন পাব, আর অন্য কেউ ৯৯ পাবে, তখন তারা আমাকেই মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হবে।" তিনি আরও জানান, ১৪৮ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবেন তিনি।
প্রয়োজনে বিজেপির সমর্থন নিতেও আপত্তি নেই
তৃণমূলের প্রাক্তন এই নেতার নিশানায় এখন মসনদ। সরকার গড়ার সমীকরণ প্রসঙ্গে তিনি অত্যন্ত স্পষ্ট। হুমায়ুন কবীরের দাবি, সরকার গড়ার ক্ষেত্রে যদি বিজেপি তাঁকে সমর্থন দিতে চায়, তবে সেই সমর্থন নিতে তাঁর কোনো দ্বিধা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
নতুন দল ও রণকৌশল
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ তিক্ততার পর সম্প্রতি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। এরপরই তিনি গঠন করেন নিজের দল 'জনতা উন্নয়ন পার্টি'। আগামী নির্বাচনে এই দলের হয়েই লড়াই করবেন তিনি।হুমায়ুন কবীর নিজে মুর্শিদাবাদের রেজিনগর এবং বেলডাঙা, এই দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু কেন্দ্রে তাঁর দলের প্রার্থীদের নাম ঘোষণা করে চমক দিয়েছেন তিনি।