নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েও শেষ পর্যন্ত যেতে পারলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় হেলিকপ্টার বিভ্রাটের জেরে বাতিল হয়ে যায় তাঁর বীরভূম সফর। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে।
এদিন সকালে কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে করে বীরভূমের রামপুরহাটে একটি প্রকাশ্য জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)-র তরফে প্রয়োজনীয় অনুমতি না মেলায় হেলিকপ্টারটি উড়তে পারেনি বলে জানা যায়। ফলে বাধ্য হয়ে সফর বাতিল করতে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। দলের নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিরোধীরা তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। দলের এক শীর্ষ নেতা জানান, “এটা কোনও যান্ত্রিক ত্রুটি নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। জনগণের কাছে পৌঁছনো আটকাতেই এই চক্রান্ত।”
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রচার তীব্র করেছে তৃণমূল কংগ্রেস। “যতই কর, হামলা আবার জিতবে বাংলা”—এই স্লোগানকে সামনে রেখে একের পর এক জনসভা ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি বারুইপুর ও আলিপুরদুয়ারে জনসভা করে দলীয় কর্মীদের চাঙ্গা করেছেন। মঙ্গলবার রামপুরহাটের সভাটিও ছিল সেই ধারাবাহিক প্রচারেরই অংশ।