‘বাংলাকে টার্গেট করতেই SIR’, মমতার প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ ধুয়ে দিলেন BJP-কে


লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সলতে পাকানোর মধ্যেই আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে সম্মুখ সমরে আহ্বান জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার নবান্নে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, গোটা দেশে যদি কেউ সাহস করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে থাকেন, তবে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন অখিলেশ যাদব মূলত ভোটার তালিকা সংশোধন এবং ‘এসআইআর’ (SIR) প্রসঙ্গ তুলে ধরে নির্বাচন কমিশন ও বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বাংলাকে টার্গেট করতেই এই ‘এসআইআর’ ব্যবস্থা আনা হয়েছে। স্বাধীন ভারতে এই প্রথম দেখা যাচ্ছে যে, নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে এসআইআর-এর নামে ঘুরিয়ে এনআরসি (NRC) কার্যকর করার চেষ্টা করছে।” তাঁর অভিযোগ, এর মূল লক্ষ্য হলো যত বেশি সম্ভব ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া। বহু মানুষকে জোর করে নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বাংলার মানুষের সঙ্গে মমতার আত্মিক যোগ রয়েছে উল্লেখ করে অখিলেশ বলেন, “মমতা দিদিকে বিভিন্ন অজুহাতে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমরা নিশ্চিত, বাংলার মানুষ তাঁদের নেত্রীর পাশেই আছেন এবং তাঁকেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। বিজেপি এখানে লড়াই করছে ঠিকই, কিন্তু তারা কেবল একটি ‘সম্মানজনক হারের’ জন্য লড়ছে। বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে।”

দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো নিয়ে বিজেপি খেলা করছে বলে অভিযোগ করেন সপা প্রধান। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলার থেকেও বেশি সংখ্যক নাম উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলার সংস্কৃতিকে হাতিয়ার করেন অখিলেশ। তিনি বলেন, “বাংলা কেবল একটি রাজনৈতিক একক নয়, এটি একটি সাংস্কৃতিক সত্তা। এখানকার মানুষ রবীন্দ্রসঙ্গীত শোনে, ঘৃণার গান নয়। যারা বিভাজন তৈরি করতে চায় তারা সফল হবে না, যারা মিষ্টতা ছড়ায় তারাই জিতবে।”

মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ দিয়ে অখিলেশ বলেন, ইডি এবং সিবিআই এখন বিজেপির সংগঠনে পরিণত হয়েছে। মহারাষ্ট্র পুরোটাই কেন্দ্রীয় এজেন্সির জোরে দখল করা হয়েছে। তবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহসের সঙ্গে ইডি-র বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন, তার জন্য ‘দিদি’কে কুর্নিশ জানান অখিলেশ।

Post a Comment

Previous Post Next Post