কিছুতেই স্বস্তি দিচ্ছে না কোভিড সংক্রমণ। ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। গতকালের থেকে ২৪ শতাংশ বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন, যা গতকালের থেকে ২৪ শতাংশ বেশি। এদিকে এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৩১১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন।
দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ২০ জন। এদিকে কেরালার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা কাটছে না। গত ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৫৫ জনের
করোনার হাত থেকে অনেকাংশে রক্ষা করছে টিকা। তাই দেশজুড়ে কোভিড টিকাকরণে দেওয়া হচ্ছে বিশেষ জোর। সরকারের তরফেও চালানো হচ্ছে সচেতনতা প্রচার। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৫৭৮ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড টিকা পেয়েছেন ৬৫ লাখ ৩৪ হাজার ৩০৬ জন।