আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গোটা দেশেরই নজর এই কেন্দ্রের উপর। ভবানীপুর ছাড়াও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা আসনে নির্বাচন আজ। তবে আজকে সবার নজরই ভবানীপুর উপনির্বাচনের দিকে। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নন্দীগ্রামে হেরে এটা তাঁর কাছে দ্বিতীয় পরীক্ষা। তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এই কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
ভবানীপুরে ভোট দিতে যাওয়ার আবেদন জানিয়ে টুইট ফিরহাদ হাকিমের
আকাশ পরিষ্কার থাকলেও বুথমুখী হচচ্ছেন না ভোটাররা। ভবানীপুরে ভোট দিতে যাওয়ার আবেদন জানিয়ে টুইট ফিরহাদ হাকিমের।