গাইঘাটা: দুর্গাপুর, উলুবেড়িয়ার পর এবার গাইঘাটা। সেখানে চিকিৎসকের আত্মীয়াকে 'কটূক্তি'। এছাড়া কটূক্তির পাশাপাশি ওই তরুণীকে শারীরিক নিগ্রহেরও অভিযোগ। জানা গিয়েছে নিগ্রহের শিকার মাসতুতো বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন চিকিৎসককেও। মারধরে রক্তাক্ত হয়েছেন সেই চিকিৎসকর। ঠিক কী হয়েছিল?
গাইঘাটা এলাকায় মঙ্গলবার রাতে নিজের এক বন্ধুকে নিয়ে যাচ্ছিলেন আক্রান্ত চিকিৎসকের বোন। সেই সময় এলাকার কিছু যুবকরা তাঁদের দেখে কটূক্তি করেন। তার প্রতিবাদ করতে গিয়ে সেই মহিলা ও তাঁর বন্ধুকে আক্রান্ত হতে চলেছে। শারীরিক নিগ্রহের শিকার হতে হয় তরুণীকে। এরপর সেই তরুণী তাঁর চিকিৎসক দাদাকে ফোন করে বিষয়টি জানালেন, সেখানে ছুটে আসেন তিনি। এরপর সেই চিকিৎসককেও মারধর করা হয়। তাঁর ওপর যুবকরা চড়াও হন। এরপর সবাইকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গিয়েছে আক্রান্ত তরুণীর গাইঘাটার চাঁদপাড়া এলাকার সেই চিকিৎসকের মাসতুতো বোন। সম্প্রতি চিকিৎসকদের বারবার আক্রান্ত হতে হচ্ছে রাজ্যজুড়ে। মহিলা চিকিৎসক হলে দিকে দিকে শারীরিক নিগ্রহের খবর শোনা যাচ্ছে।