মত্ত অবস্থায় ছেলেকে লক্ষ্য করে গুলি, সেনাকর্মীকে আটক করল পুলিশ


শহরে বেনজির ঘটনা। বেহালারা সরশুনায় বাবার বিরুদ্ধে ছেলেকে গুলি করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মহানগরে। এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে সরশুনার বাসিন্দা অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মী মত্ত অবস্থায় তাঁর ছেলেকে লক্ষ্য করে নিজের লাইসেন্সড আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান।      

এই ঘটনায় গুরুতর আহত হন ছেলে। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মীকে আটক করেছে সরশুনা থানার পুলিশ। তিনি কী কারণে গুলি চালালেন, তা খতিয়ে দেখছে পুলিশ।          

Post a Comment

Previous Post Next Post