উৎসবের মুখে ফের করোনার বাড়বাড়ন্ত! একলাফে ১৩% বাড়ল সংক্রমণ


উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গতকালের থেকে ১৩ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কোভিড সংক্রমণের এই বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭৭ জনের। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ২৪৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ২২৪ জন।

করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭০৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩০ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৪ লাখ ৪৮ হাজার ৩৩৯ জনের।

Post a Comment

Previous Post Next Post