উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গতকালের থেকে ১৩ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কোভিড সংক্রমণের এই বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭৭ জনের। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ২৪৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ২২৪ জন।