সোমবার পঞ্চায়েতের ৬৯৭টি বুথে পুনর্নির্বাচন! থাকছে কেন্দ্রীয় বাহিনী


কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কমবেশি ৭০০টি বুথে পুনর্নির্বাচন হবে সোমবার (reelection in 700 booth)।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কত বুথে পুনর্নির্বাচন হবে?

আলিপুরদুয়ার: ১
বাঁকুড়া: ৮
বীরভূম: ১৪
কোচবিহার: এখনও জানায়নি
দক্ষিণ দিনাজপুর: ১৮
দার্জিলিং: ০
হুগলি: ২৯
হাওড়া: ৮
জলপাইগুড়ি: ১৪
ঝাড়গ্রাম: ০
কালিম্পং: ০
মালদহ: ১১২
মুর্শিদাবাদ: ১৭৫
নদিয়া: ৮৯
উত্তর ২৪ পরগনা: ৪৬
পশ্চিম বর্ধমান: ৬
পশ্চিম মেদিনীপুর: ১০
পূর্ব বর্ধমান: ৩
পূর্ব মেদিনীপুর: ৩১
পুরুলিয়া: ৪
দক্ষিণ ২৪ পরগনা: ৩৬
উত্তর দিনাজপুর: এখনও কমিশন জানায়নি

*সোমবার জলপাইগুড়ির ১৪ টি বুথের ৪০ টি আসনে পুনরায় ভোট গ্রহন হবে*

যার মধ্যে নাগরাকাটার ১ টি 

মালবাজারে ১ টি 

জলপাইগুড়ি সদরে ২ টি 

রাজগঞ্জ ব্লকে ৯ টি 

মেটেলি ব্লকের ১ টি বুথ রয়েছে।

*৪০ টি আসনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ১৪ টি,পঞ্চায়েত সমিতির ১৩ টি, জেলা পরিষদের ১৩ টি, আসন রয়েছে বলে জানাগিয়েছে*


Post a Comment

Previous Post Next Post