কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কমবেশি ৭০০টি বুথে পুনর্নির্বাচন হবে সোমবার (reelection in 700 booth)।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কত বুথে পুনর্নির্বাচন হবে?
আলিপুরদুয়ার: ১
বাঁকুড়া: ৮
বীরভূম: ১৪
কোচবিহার: এখনও জানায়নি
দক্ষিণ দিনাজপুর: ১৮
দার্জিলিং: ০
হুগলি: ২৯
হাওড়া: ৮
জলপাইগুড়ি: ১৪
ঝাড়গ্রাম: ০
কালিম্পং: ০
মালদহ: ১১২
মুর্শিদাবাদ: ১৭৫
নদিয়া: ৮৯
উত্তর ২৪ পরগনা: ৪৬
পশ্চিম বর্ধমান: ৬
পশ্চিম মেদিনীপুর: ১০
পূর্ব বর্ধমান: ৩
পূর্ব মেদিনীপুর: ৩১
পুরুলিয়া: ৪
দক্ষিণ ২৪ পরগনা: ৩৬
উত্তর দিনাজপুর: এখনও কমিশন জানায়নি
*সোমবার জলপাইগুড়ির ১৪ টি বুথের ৪০ টি আসনে পুনরায় ভোট গ্রহন হবে*
যার মধ্যে নাগরাকাটার ১ টি
মালবাজারে ১ টি
জলপাইগুড়ি সদরে ২ টি
রাজগঞ্জ ব্লকে ৯ টি
মেটেলি ব্লকের ১ টি বুথ রয়েছে।
*৪০ টি আসনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ১৪ টি,পঞ্চায়েত সমিতির ১৩ টি, জেলা পরিষদের ১৩ টি, আসন রয়েছে বলে জানাগিয়েছে*