কলকাতা: এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। দেবকে এবার নিষ্কর্মা বলে কটাক্ষ করেছেন দিলীপ। তাঁর কথায়, দেব প্রতিবার ভোটের সময় বলে ঘাটালের সমস্যা দূর না হলে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ঘাটালের সমস্যার কোনও সমাধান হয়নি। দম থাকলে ইস্তফা দিন বলে চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ ঘোষ।
চলছে বর্ষার মরশুম। আর সামনে আসছে ভোট। এই জোড়া ফলার সূত্র ধরে বঙ্গ রাজনীতিতে ফের প্রকট হয়ে উঠল ঘাটাল মাস্টার প্ল্য়ান ইস্যু। এবার দিলীপ ঘোষের নিশানায় ঘাটালের তিনবারের তৃণমূল সাংসদ দেব। দিলীপ ঘোষ বলেন, "দেব প্রত্যেকবার ইলেকশনে বলে, "এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, আমি রাজনীতি ছেড়ে দেব। ভাল ছেলে। কিন্তু
এরকম নিকম্মা ভাল ছেলে কী হবে। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? দম থাকলে পদত্যাগ করে দেখাও। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাঁকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, তৃণমূলের লোকেরাই করেছে ষড়যন্ত্র। প্রত্যেকবার তাঁকে বলা হয়, ভোটে যদি না দাঁড়াও, তোমার সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বলছি, তোমার কী মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নীচু করে না। ওই চোরেদের কাছে মাথানত করো না, দম থাকে বেরিয়ে এসো।''