ঠান্ডা ভাব নিয়েই ক্রিসমাস সেলিব্রেশন


খবর বাংলা সংবাদ ডিজিটাল :- কলকাতা ও রাজারহাট: কনকনে ঠান্ডা নেই তবে ঠান্ডা ঠান্ডা ভাব। বড়দিনের সকাল থেকেই আবহওয়া ছিল অনুকূল। তাই সোমবার সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় দর্শনীয় জায়গাগুলিতে। তবে, ভিড়ের নিরিখে রবিবার ক্রিসমাস ইভের মতো ক্রিসমাসেও অন্যদের টেক্কা দিয়েছে আলিপুর চিড়িয়াখানা। সোমবার সেখানে পা রেখেছেন ৬৪,২০০ জন।

এরপরেই রয়েছে ইকো পার্ক, ৫৭,৬০৩ জন। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সোমবারের জায়গায় বড়দিন রবিবারের পড়লে ভিড় আরও বাড়ত। কারণ, আজ সরকারি কর্মীদের ছুটি থাকলেও বেসরকারি অনেক সংস্থারই অফিস খোলা। ৩১ ডিসেম্বর পড়েছে রবিবার। ওই দিন তাদের দর্শকসংখ্যা লক্ষাধিক পেরিয়ে যাবে বলেই দাবি চিড়িয়াখানা এবং ইকো পার্ক কর্তৃপক্ষের।

দীর্ঘদিনের ডেস্টিনেশনের পাশাপাশি এই বছর আমজনতার পছন্দের তালিকায় উঠে এসেছে বছর কয়েক হওয়া আলিপুর সংশোধনাগারের মিউজ়িয়মও। এ দিন ওই মিউজ়িয়ম ঘুরে দেখছেন ৭,৮৭৯ জন। নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে ঢোকার জন্য ১,৯৪৪ জন এবং মাদার ওয়াক্স মিউজিয়ামের টিকিট কেটেছেন ১,৩৭৪ জন।

এই উপচে পড়া ভিড়ের নেপথ্যে করোনার সংক্রমণ সেভাবে না থাকা বিশেষ ভূমিকা নিয়েছে বলেই দাবি কর্মকর্তাদের। তবে এ কথাও সত্যি, আবার করোনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে এবং মাস্ক ব্যবহারের বার্তা দিচ্ছে প্রশাসন, তখন বড়দিনের ভিড়ে সে ভাবে মাস্ক পরতে দেখা যায়নি প্রায় কাউকেই। ছেলেকে নিয়ে এদিন ইকো পার্কে এসেছিলেন বেহালার বাসিন্দা রীতা ভৌমিক।

তাঁর কথায়,'বড়দিনে প্রতিবারই ইকো পার্কে আসি। এই বছর আবহওয়া খুব ভালো বলে আরও ভালো দিন কেটেছে।' এ দিন সকাল থেকে মানুষের ঢল নামতে শুরু করে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক এবং সল্টলেকের নিক্কো পার্কেও। পাশাপাশি নিউ টাউনে চলা সরস মেলাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক দিন পরে একসঙ্গে বড়দিনের আবহে বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ায় শহরের মাল্টিপ্লেক্স গুলোতেও দর্শকদের ভিড় ছিল ভালোই।

তবে শুধু পার্ক কিংবা মেলায় নয়, শহরের রেস্তোরাঁগুলিতেও এদিন সন্ধ্যের পর লম্বা লাইন দেখা গিয়েছে। বিকেল থেকেই ভিড় চোখে পড়েছে পার্ক স্ট্রিট, বো ব্যারাক চত্বরেও। শীতের চাদর দূরে সরিয়ে এদিন সকাল থেকেই আবহাওয়ার পারদ ছিল ঊর্ধ্বমুখী। তবুও ইকো পার্কের ইকো ডুয়ো সাইকেল, ট্রাই সাইকেল, টয় ট্রেন প্যাডেল বোটে ভিড় ছিল চোখে পড়ার মতো।

কোথায় কত ভিড় ২০২৩ ২০২২
চিড়িয়াখানা ৬৪,২০০ ৮৭,৩৭৩
ইকো পার্ক ৫৭,৬০৩ ৯১,১৩৬
সায়েন্সসিটি ২৫,৫০০ ২২,৩৬৮
জাদুঘর ৯,০০০ ১১,০০০
নিকোপার্ক ৯৭০০ ৮৩০০

Post a Comment

Previous Post Next Post