দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল, পাথরপ্রতিমার গ্রামে আতঙ্ক




পাথরপ্রতিমা: বন দফতর খাঁচাপাতলেও,পাথরপ্রতিমায় ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল। উপেন্দ্র নগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। মুহুর্মুহু গর্জন শুনে আর ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে তার পায়ের ছাপ দেখে ঘুম উড়েছে গ্রামবাসীদের।

রয়্যাল বেঙ্গলের আতঙ্ক: গতকাল বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলে দু’-দু’টি খাঁচা পাতে বন দফতর। দক্ষিণ ২৪ পরগনার ADFO-র নেতৃত্বে এলাকায় রয়েছেন অভিজ্ঞ বন কর্মীরা। নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গল। কিন্তু রয়্যাল বেঙ্গল ফাঁদে পা দেয়নি। গত একমাস ধরে গ্রামবাসীদের তাড়া করে বেড়াচ্ছে বাঘের আতঙ্ক। চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছেন তাঁরা। টায়ার, মশাল জ্বালিয়ে চলছে রাত-পাহারা। 

Post a Comment

Previous Post Next Post