পপকর্নেও GST! আরও চড়া ক্যারামেল ফ্লেভার, অর্থমন্ত্রীর সিদ্ধান্তে সিনেপ্রেমীদের পকেটে টান...



সিনেমা দেখতে গিয়ে এবার গুনতে হবে মোটা টাকা। মুভি টিকিটে বাড়তি কর বসছে না। অবশ্য যদি আপনি পপকর্ন খেতে ভালোবাসেন তবে বেশ ভালো টাকা দিতে হবে। কারণ কেন্দ্রীয় সরকার এবার থেকে পপকর্নের উপর বসিয়েছে জিএসটি। প্যাকেটজাত এবং লেবেলযুক্ত রেডি-টু-ইট পপকর্নের উপর ১২% জিএসটি ধার্য রয়েছে। ক্যারামেলাইজড পপকর্নের উপর করের হার ১৮%।

প্যাকেট ছাড়া এবং লেবেলবিহীন নোনতা ও মশলা মেশানো পপকর্নের উপর মাত্র ৫% জিএসটি ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। জয়সলমীরে অনুষ্ঠিত GST কাউন্সিলের ৫৫তম বৈঠকে এমন বিষ্ময়কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পপকর্ন ছাড়াও এই বৈঠকে পরোক্ষ কর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পুরনো গাড়ির GSTও এর মধ্যে রয়েছে। পেট্রোল বা ডিজেল চালিত সেকেন্ড হ্যান্ড কোম্পানির গাড়ি বিক্রি করার ক্ষেত্রে ১৮% জিএসটি দিতে হবে শোরুমকে।

এর মধ্যে বৈদ্যুতিক গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ক্রেডিট কার্ডে কেনাকাটা করে বিল না মিটিয়ে ফেলে রাখাটা যাঁদের অভ্যাস তাঁরা কিন্তু সাবধান। কত সুদ গুনতে হবে আপনি তা আর হিসেবের মধ্যে রাখতে পারবেন না। ব্যাঙ্ক এইবার থেকে যা ইচ্ছা তাই সুদ নিতে পারে। চাইলে পঞ্চাশ শতাংশেরও বেশি বা তারও বেশি। সুদের ওপরে কোনও উর্ধ্বসীমা আর থাকছে না।এতদিন যা ছিল সর্বোচ্চ ৩০ শতাংশ। 

Post a Comment

Previous Post Next Post