অভিষেকের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে বোন মিনারেল ডেনসিটি টেস্ট


ক্যান্সার আক্রান্তের স্বাস্থ্য পরীক্ষা, নিখরচায় ইউএসজি–র পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সেবাশ্রয় হেলথ ক্যাম্পে বোন মিনারেল ডেনসিটি (বিএমডি) টেস্টের সুযোগ পাচ্ছেন মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে মডেল ক্যাম্পে অনেকের–ই মঙ্গলবার এই বোন ডেনসিটি টেস্ট হয়েছে।

বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে এই টেস্ট করতে কমপক্ষে দু’হাজার টাকা খরচ হয়। মানবদেহে হাড় ভঙ্গুর হয়েছে কি না, তা বুঝতেই চিকিৎসকেরা এই টেস্ট করার পরামর্শ দেন। বয়স্ক ও মহিলাদের মধ্যে এই টেস্ট তুলনামূলক ভাবে বেশি হয়। ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বলে চিকিৎসকেরা সন্দেহ করলে এই টেস্ট প্রেসক্রাইব করেন। মঙ্গলবার ক্যাম্পে অনেকেই এই পরীক্ষা করিয়েছেন।

সেবাশ্রয় শিবিরে এ দিন ২০ হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। একদিন ২০ হাজার মানুষের উপস্থিতি একটি মাইলফলক বলে অভিষেক মনে করছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স–এ লিখেছেন, ‘কী ভাবে একটি লোকসভা কেন্দ্রে হেলথ-কেয়ার রেভলিউশন হতে পারে, তার নতুন অধ্যায় তৈরি হলো। সামনে আরও সাফল্য মাইলফলক অপেক্ষা করছে।’

Post a Comment

Previous Post Next Post