একই দিনে তিন তিনটি গুরুত্বপূ্র্ণ মামলার শুনানি। তিনটিই বাংলার। মঙ্গলবার দিনভর তাই দেশের শীর্ষ আদালতের দিকে নজর থাকবে রাজ্যবাসী। তিনটি মামলার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ মামলাটি হল, এসএসসি-তে চাকরি বাতিল। প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এদিন নির্ধারণ করতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। বেনিয়মের অভিযোগে ২০১৬ সালে শিক্ষক নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এতদিন যাঁরা চাকরি করেছেন, এক রায়ে তাঁদের সকলের চাকরিই ‘অবৈধ’ বলে খারিজ হয়ে যাচ্ছিল। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে চাকরিপ্রার্থীরা শীর্ষ আদালতে যান। তারই চূড়ান্ত হতে পারে মঙ্গলবার।
এদিন আরও একটি গুরুত্বপূর্ণ মামলা ওঠার কথা প্রধান বিচারপতির এজলাসে। তা হল ডিএ মামলা। কেন্দ্রীয় সরকারের সমান হারে ডিএ দিতে হবে রাজ্যকেও – এই দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ মামলা করে হাই কোর্টে। এই মুহূর্তে কেন্দ্র ৩১ শতাংশ মহার্ঘভাতা দিয়ে থাকে। রাজ্য সরকারি কর্মীদেরও ওই হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু রাজ্য জানায়, ডিএ দিতে গিয়ে যে বিপুল ব্যয় হবে, তা এই মুহূর্তে বহন করা সম্ভব নয়। ফলে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দোরগোড়ায়। আজ তার শুনানি। শীর্ষ আদালত হাই কোর্টের রায়ই বহাল রাখে কি না, সেদিকে নজর রাজ্য সরকারি কর্মীদের।