বিশ্বকাপ থেকে অবশেষে বাদ পড়ল বাংলাদেশ, এন্ট্রি স্কটল্যান্ডের


যাবতীয় জল্পনার অবসান। অবশেষে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) থেকে বাদ পড়ল বাংলাদেশের নাম। বাংলাদেশ আগেই জানিয়ে দিয়েছিল ভারতের মাটিতে তারা এই ২০ ওভারের বিশ্বকাপ খেলতে আসবে না। শেষপর্যন্ত আইসিসি জানিয়ে দিল যে টাইগারবাহিনীকে এই টুর্নামেন্ট খেলারই দরকার নেই। তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হল। অর্থাৎ, বাংলাদেশের পরিবর্তে এবার স্কটল্যান্ড (Scotland Cricket Team) টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে।

ইতিমধ্যে ক্রিকবাজ়ের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্কটল্যান্ডের নাম নাকি ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি নাকি এবার আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলার জন্য আমন্ত্রণ জানাবে। এবারের এই বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করছে।

রাজনৈতিক স্বার্থে 'বলি' ক্রিকেট?
ইতিপূর্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আর্জি জানিয়েছিল, ভারত থেকে তাদের ম্য়াচ ভেন্যু যেন শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়। যদিও সেই আবেদনে কর্ণপাত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কিন্তু, তারপরও বিসিবি বেশ কয়েকবার আইসিসি-র হাতে-পায়ে ধরেছিল। কিন্তু, চিড়ে ভেজেনি। শেষপর্যন্ত, তারা এই টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক স্বার্থ পূরণ করা হল। আর সেখানে ক্রিকেট খেলাকে হতে হল বলির পাঁঠা। তবে আইসিসি যে বিষয়টাকে ভালভাবে গ্রহণ করেনি, তা বলাই বাহুল্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ভারতে নাকি তাদের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে। কিন্তু, আইসিসি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এমন দাবি একেবারেই ভিত্তিহীন। অর্থাৎ ভারতের মাটিতে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যাই নেই। সেক্ষেত্রে বিশ্বকাপ যদি খেলতেই হয়, তাহলে ভারতের মাটিতেই খেলতে হবে। অন্য কোনও বিকল্প পথ আর খোলা নেই।

Post a Comment

Previous Post Next Post