২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। তবে খুব কম সময়েই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয় অভিনেত্রীর! বছর তিনেক আগে থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় রিমঝিমের। তার পর বছর দেড়েক আগে তৃণমূলের মঞ্চে একদা বিজেপি কর্মী-সমর্থকদের দেখে অনেকেরই ভ্রুযুহল আন্দোলিত হয়েছিল। সোমবার একুশের শহীদ স্মরণসভাতেও দেখা যায় অভিনেত্রীকে। এবার সংবাদমাধ্যমের কাছে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কারণ জানালেন রিমঝিম মিত্র।
উল্লেখ্য, চলতিবারের একুশে জুলাই সসমাবেশে পদ্মত্যাগী একাধিক তারকামুখ দেখা গিয়েছে। সেই তালিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রর পাশাপাশি রিমঝিমও রয়েছেন। এবার পদ্ম শিবিরের প্রতি মোহভঙ্গ হওয়ার কারণ জানালেন অভিনেত্রী। সদ্য সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন, যেদিন জানতে পেরেছিলাম কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের টাকা আটকে দিয়েছে, সেদিন প্রথমবার তৃণমূলের মঞ্চে যাই। গরিব মানুষের টাকা এভাবে আটকানো উচিত নয়।” রাজনৈতিক লড়াই পরে, মনুষ্যত্ব আগে, ‘মানবিক’ রিমঝিমের কণ্ঠে যেন সেকথাই ঝরে পড়ল।