ফের জোড়া নিম্নচাপ কাঁটা বঙ্গে! চলতি সপ্তাহে ফের ভাসতে পারে একাধিক জেলা


টানা কয়েকদিন বৃষ্টিবাদলার পর মেঘের আড়াল সরিয়ে উদয় হয়েছে তেজি সূর্য। গত দিন দুই ধরে তীব্র রোদ আর গরমে টের পাওয়ার উপায় ছিল না যে ঋতুটা বর্ষা। রোদ দেখে কারও কারও মুখে হাসি ফুটলেও তা বেশিদিন স্থায়ী হচ্ছে না। চলতি সপ্তাহেই বঙ্গে ফের ধেয়ে আসতে চলেছে জোড়া নিম্নচাপ, আর তার জেরে মধ্যভাগ থেকে আবারও বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা। হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত এমনই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে একটি নিম্নচাপ। এছাড়া বাংলা-বাংলাদেশ-ওড়িশা লাগোয়া সাগরে আরও এক নিম্নচাপ তৈরি হচ্ছে। জোড়া কাঁটায় বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। সপ্তাহান্তেও এমনই থাকবে আবহাওয়া, বলছে হাওয়া অফিস। ২৬ জুলাই পর্যন্ত ভাসতে পারে দক্ষিণবঙ্গ। এর মধ্যে নতুন করে বন্যার আশঙ্কাও থাকছে।

Post a Comment

Previous Post Next Post